১। ডাটা বেইজে বিদেশগামী কর্মীদের নাম নিবন্ধন:- অত্র দপ্তর থেকে উক্ত সেবা গ্রহণ করা যায়।
২। বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট প্রদান।৩। বিদেশে মৃত কর্মীদের লাশ দেশে ফেরত আনা, আর্থিক অনুদান ও ক্ষতিপুরণ আদায় সংক্রান্ত সেবা:-
অত্র দপ্তর থেকে পাওয়া যায় ।
৪। প্রত্যাবর্তন ও পুনর্বাসন সংক্রান্ত :-
আহত ও অসুস্থ এবং জেল খানায় বন্দিকর্মীদের ফিরিয়ে আনার ব্যাপারে অত্র দপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করে।
৫। অভিযোগ গ্রহণ সংক্রান্ত:-
অত্র দপ্তরে সরাসরি অথবা অন লাইনে (www.ovijogbmet.org) এই ওয়েব সাইটে যে কোন প্রকার অভিযোগ দায়ের করা যায় ।
৬। ভিসা চেক সঙক্রান্ত:-
সিঙগাপুর, দুবাই, বাহারাইন ও কাতারের ভিসা চেক করা যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস